যুক্তরাষ্ট্রে ‘কমিউনিটি হিরো’ পুরস্কার নিলেন সাত বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে ‘কমিউনিটি হিরো’ পুরস্কার নিলেন সাত বাংলাদেশি

PeopleNTech

শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্যে আমেরিকায় এই প্রথম ‘কমিউনিটি হিরো’ পুরস্কারের প্রচলন ও বিতরণের আয়োজন করেছে উত্তর আমেরিকা সংস্করণ ‘বাংলাদেশ প্রতিদিন’ ও ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার।

অনুষ্ঠানস্থলে এসে পুরস্কার নিয়েছেন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেনেন্ট গভর্নর প্রার্থী নীনা আহমেদ, নিউ জার্সির প্লেইন্সবরো সিটির কমিটিম্যান নূরন্নবী, পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, কাউন্সিলম্যান নূরল হাসান, মিলবোর্ন সিটির কাউন্সিলম্যান মনসুর আলী, আপস্টেট নিউ ইয়র্কের হাডসন সিটির কাউন্সিলম্যান শেরশাহ মিজান, হেলিডন সিটির ম্যানচেস্টার ইউটিলিটিস অথরিটির কমিশনার দেওয়ান বজলু চৌধুরী।